4thPillars বহুত্ববাদী, স্বাধীন, যুক্তিবাদী। আমাদের সম্পাদককে কেউ পিছন থেকে কলকাঠি নেড়ে নিয়ন্ত্রণ করে না। এই স্বাধীনতার বিনিময়ে আমাদের ছাড়তে হয়েছে রাজনৈতিক দল, সরকার বা অন্য স্বার্থান্বেষী মহলের থেকে আর্থিক প্রাপ্তির সুযোগ। সকলকে প্রশ্ন করার অধিকার না হলে আমাদের বিসর্জন দিতে হবে। এই বহুত্ববাদী যুক্তিবাদী স্বাধীন সাংবাদিকতা আপনি যদি সমর্থন করেন, তবে আমাদের সঙ্গী হোন। আপনার সাহায্য আমাদের কাছে অমূল্য। আপনার, আমার, আমাদের সকলের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে আপনার সহায়তা। আপনার সাহায্য আমাদের কাছে অমূল্য।আপনার, আমার, আমাদের সকলের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে আপনার সহায়তা।