Support 4thPillars

×
 • আমরা
 • নজরে
 • ছবি
 • ভিডিও
 • Article 19-4thpillars

  আমরা

  নিজেদের পরিচয় আমরা শুরুতেই লিখে রেখেছি।

   

  প্রশ্ন করে সকলকে।

  Pluralist. Independent. Rational.

   

  আমরা সংশয়বাদী; তর্কশীল; আবার সহিষ্ণুও বটে। সময়টা অস্থির। কারও মতে সভ্যতা বিপন্ন, কারও মতে এমন সুসময় অতীতে কখনও আসেনি। আমরা বলছি,আসুন কথা হোক; পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস রেখে আলোচনা হোক। মননের ইতিহাসে শেষ কথা বলার স্পর্ধা কারও যেন না হয়; আবার কোনও স্বরই যেন অকিঞ্চিৎকর বলে উপেক্ষিতও না হয়। এই রকম ভাবনার একটা ইন্টারনেট-ভিত্তিক কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

   

  আশা করি, এই কমিউনিটিতে ভূ-ভারতে এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা এমন সকলেই সামিল হবেন যাঁদের বাঙালি এবং বঙ্গভূমি নিয়ে আন্তরিক আগ্রহ আছে। আমাদের নজরে থাকবে সমাজ, রাজনীতি, অর্থনীতির এমন বিষয় যা স্পর্শ করছে সাধারণ মানুষকে। আবার আমাদের হুতোম দেশকালের সমস্ত কিছুকেই একটু ত্যারছা চোখে দেখবে। অকুণ্ঠিত নতুন ভাবনার আর বইপত্র নিয়ে আলোচনার পরিসর মুক্তচিন্তা। ব্যক্তি মানুষের কথা বলবে মানবজমিন। সমষ্টির জন্য থাকছে চর্চা।  বিনোদন ও সংস্কৃতির জায়গা টপ্পাঠুংরি। আমাদের সহযাত্রীদের, আপনাদের সকলের নিজস্ব ক্লাব হল ফোরাম